বোয়ালমারীতে ছাত্রলীগের ইফতার মাহফিল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ২১:২২
অ- অ+

ফরিদপুর বোয়ালমারীতে ছাত্রলীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ মর্তুজা তমালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরের কামারগ্রাম পৌর বাস টার্মিনালে স্বাস্থ্যবিধি মেনে বুধবার সন্ধ্যায় প্রায় পাঁচ শতাধিক রোজাদারের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুলবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সহ প্রচার সম্পাদক এনামুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত সাহা, উপজেলা আ'লীগের সদস্য মো. আলী আকবর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুল সিকদার, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, যুবলীগ নেতা পরশ সিকদার, উপজেলা ছাত্রলীগ নেতা খান আশিকুজ্জামান রাতুল প্রমুখ।

ইফতার মাহফিলে উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া পথচারী ও উপজেলার বিভিন্ন এতিমখানায়ও এ সময় ইফতার বিতরণ করানো হয়।

(ঢাকাটাইমস/৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
তিনবারের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ ইউএস-বাংলা এয়ারলাইন্স
একদিনে ৩ দেশের ওপর বিমান হামলা ইসরায়েলের
খুলনায় তাসলিমার পাশে দাড়াঁল ‘স্বপ্ন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা