১৯ দিনে ৬৩,১০৯ আবেদনের নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২১, ১৫:৩৭
অ- অ+

ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১৯ কার্যদিবসে সারাদেশের বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে ৬৩ হাজার ১০৯টি মামলার শুনানি হয়েছে। এসব মামলায় ৩৩ হাজার ৮৫০ আসামিকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্তরা কারা মুক্ত হয়েছেন।

সোমবার বিষয়টি ঢাকাটাইমসকে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।

তিনি বলেন, গত ৯ মে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৪৫ হাজার ৪টি জামিন আবেদনের নিষ্পত্তি করা হয়। এতে ২ হাজার ৬৪২ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হন।

এদিকে ১৯ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৪৭০ শিশু জামিন পেয়েছেন।

করোনা পরিস্থিতি মোকাবেলায় গত বছরের ন্যায় চলতি বছরের ৫ এপ্রিল থেকে ভার্চুয়ালি মামলা পরিচালনা করছেন বিচারক-আইনজীবীসহ সংশ্লিষ্টরা।

এদিকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ২১ জন বিচারপতি ও নিম্ন আদালতের ২৩১ জন বিচারক করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন বিচারকের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/এআইএম/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা