প্রাইম ব্যাংকের গ্রাহকরা বিকাশে টাকা স্থানান্তর করতে পারবেন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ মে ২০২১, ১৪:৩৮
অ- অ+

প্রাইম ব্যাংকের গ্রাহকবৃন্দ এখন ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা অ্যালটিচুডের মাধ্যমে তাৎক্ষণিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার - ‘বিকাশ’ - এ তহবিল স্থানান্তর করতে পারবেন। ১০ মে থেকে প্রাইম ব্যাংক অ্যাকাউন্ট থেকে ‘বিকাশ’ এ ফান্ড ট্রান্সফার সুবিধা শুরু হয়েছে।

প্রাইম ব্যাংকের গ্রাহকবৃন্দ এখন বিভিন্ন অলটারনেট ব্যাংকিং চ্যানেল যেমন: ইন্টারনেট ব্যাংকিং বা প্রাইম ব্যাংকের মোবাইল অ্যাপস, ব্যবহারের মাধ্যমে পরিষেবাটি পেতে পারবেন ।

যে কোন বিকাশ অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করতে, গ্রাহকদের প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগ ইন করতে হবে এবং ট্রান্সফার মেনুতে "বিকাশ ট্রান্সফার" সিলেক্ট করতে হবে। দিনে ৬০,০০০ টাকা পর্যন্ত স্থানান্তর করা যাবে। লেনদেনের সীমা এবং অন্যান্য শর্তাদি ও বিশদ বিবরণ প্রাইম ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা- অ্যালটিচুডের এই নতুন ফিচারটির ফলে গ্রাহকবৃন্দ তহবিল স্থানান্তরে আরও বিকল্প সুবিধা পাবে ও লেনদেন সহজ হবে। এই সংযুক্তির মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের শীর্ষস্থানীয় এমএফএসের বিস্তৃত পরিসেবা প্রদানের সুযোগগুলো উপভোগ করতে পারবে। ডিজিটাল ব্যাংকিং সার্ভিস বাড়ানোর লক্ষ্যে প্রাইম ব্যাংক এর অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবেই এই নতুন সুবিধা চালু করা হয়েছে।

প্রতিটি লেনদেনের ক্ষেত্রে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রেরিত ওটিপি এবং পিনের প্রয়োজন বিধায় লেনদেনটি সম্পূর্ণ সুরক্ষিত।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা