দুই টাকায় ঈদ বাজার!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২১, ২০:৪৩
অ- অ+

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুরে দুই টাকায় ঈদ বাজারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় সমাজ কল্যাণ সংস্থা’।

বুধবার সংগঠনটির ঈদ বাজার কর্মসূচির মাধ্যমে ৫০০ জনের মাঝে ঈদের সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়েছে।

দুই টাকায় কেনাকাটা করা মনসুর রহমান বলেন, ‘আমি আজ অনেক খুশি। এতো কম টাকায় ঈদের ভালো বাজার করতে পারব চিন্তাও করতে পারিনি। লকডাউনে কাজকর্ম নেই। আয়-রোজগার একেবারে বন্ধ। চিন্তায় ছিলাম এবার ঈদে ছেলে-মেয়েদের সেমাইও খাওয়াতে পারব না। কিন্তু শিকড়ের ঈদ বাজার সেই সুযোগটা করে দিয়েছে।’

স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিত বলেন, ‘ঈদে কর্মহীন মানুষরা যেন পরিবার-পরিজন নিয়ে ভালো খাবার খেয়ে আনন্দে দিন কাটাতে পারে, এজন্য মাত্র দুই টাকায় ঈদ-সামগ্রী প্রদান করেছি আমরা। সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ-সামগ্রী তুলে দিয়েছি। ঈদ উপহার পেয়ে মানুষ অনেক খুশি।’

দুই টাকা নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেয়েছি, অসহায় মানুষেরা যেন কিনে নেয়ার অনুভূতি পান। তারা বিষয়টি দান হিসেবে যাতে না নেন, সেটা বিবেচনায় নিয়ে আমরা এটা করেছি। নাম মাত্র দুই টাকা নিয়ে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।’

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘তাদের পাশে থেকে সংগঠনের সদস্যদের দিয়ে ইউনিয়ন পর্যায়েও এ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিচালনা করা হবে।’

করোনার শুরু থেকেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এছাড়া সংগঠনটি পবিত্র রমজান মাসে চুয়াডাঙ্গা, নোয়াখালী ও ঝিনাইদহে বিনামূল্যে ৩০ হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১২মে/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি 
মদিনা থেকে আসা বিমানের যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে আটকা
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা