ঈদে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২১, ১৭:০২
অ- অ+

ফরিদপুরের সদরপুরে পানিতে ডুবে তাওহীদ ব্যাপারী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আকাটেরচর ইউনিয়নের পুকারাম সরকারের ডাঙ্গী গ্রামে ফুফা তারা মিয়া মোল্যার বাড়িতে বেড়াতে যান শিশুটি।

সেখানে রবিবার সকাল ১০টার দিকে খালে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শিশু তাওহীদ ব্যাপারী জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের শাহ আলম ব্যাপারীর একমাত্র ছেলে। একমাত্র শিশু পুত্রের মৃত্যুতে শোকে নির্বাক হয়ে পড়েছেন তাওহীদের বাবা-মা।

নিহত তাওহীদের ফুফাতো ভাই জুনায়েদ জানান, ঈদের পরদিন তাওহীদ তার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে আসে। রবিবার সকালে ছোট ভাইদের সঙ্গে বাড়ির পশের খালে গোসল করতে গেলে ডুবে যায় তাওহীদ। এসময় তার সাঙ্গে থাকা সঙ্গীরা উদ্ধারে ব্যর্থ হয়ে বাড়িতে এসে সকলকে খবর দেয়।

তিনি আরো জানান, পরিবারের সদস্যরা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাওহীদকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ননী গোপাল হালদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে শিশু তাওহীদ।

(ঢাকাটাইমস/১৬মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা