সোনাইমুড়ীতে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২১, ১৯:৫৯

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর এলাকা থেকে অপহরণের ১০ ঘণ্টা পর আড়াই মাস বয়সী শিশু নাজমুল হাসান মেজবাকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকায় রাসেল ও মাসুদ নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হচ্ছেন- লক্ষ্মীপুর জেলার মদিপুর গ্রামের জহির চৌধুরীর ছেলে মো. রাসেল (২৩) ও বাঞ্চানগর এলাকার আবুল কাশেমের ছেলে মাসুদ আদনান (২৪)। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে মিট দ্যা প্রেসে এ এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাসেল অম্বরনগর গ্রামে শিশু মেজবার বাড়ির সামনে আসে। এসময় পূর্বপরিচিত হওয়ায় সে শিশুটির জেঠাতো ভাই জহিরুল ইসলাম শামীমকে বলে অনেকদিন ধরে মেজবাকে দেখছে না সম্ভব হলে তাকে একটু রাস্তায় নিয়ে আসতে। রাসেলের কথামত শামীমের মাধ্যমে শিশুটির বড় বোন অর্পি (১০) তাকে রাস্তায় নিয়ে আসে। রাসেল শিশুটিকে কোলে নিয়ে দোকান থেকে খাওয়ার জন্য কিছু নিয়ে দেবে বলে দোকানের দিকে নিয়ে যায়। অনেক সময় পার হলেও রাসেল আর ফিরে আসেনি। দুপুরে অপহরণকারী দলের অন্য সদস্যরা মেজবার মায়ের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পুলিশ জানায়, পরবর্তীতে অপহৃতের মা বিষয়টি সোনাইমুড়ী থানায় অবগত করলে পুলিশ সুপারের নির্দেশে লক্ষ্মীপুর জেলার বাঞ্চানগর গ্রামের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বেড়িবাঁধের ওপর থাকা একটি টুপরিঘর থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১৭মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ডোমারে বিএনপির ভোট বর্জনের ডাক 

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :