কুবিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২১, ১৩:১০| আপডেট : ২৪ মে ২০২১, ১৩:৩৪
অ- অ+

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন হয়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহমেদ আবির রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় তারা ‘আর একদিন দেরি নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট-বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

আন্দোলনে অংশ নেয়া বাংলা বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘আমরা এখানে কোনো আশ্বাস শুনতে আসিনি, সরকার আমাদের আরও এক বছর আগে থেকেই বিভিন্ন রকম আশ্বাস দিয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত ফলপ্রসূ কিছুই হয়নি। বিগত যে দেড়টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে এর দায়ভার কে নেবে? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, ‘বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হলে শিক্ষাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। পৃথিবীতে যত রোগ এসেছে তা কখনো একেবারে নির্মূল করা যায়নি, এভাবে করোনাকেও নির্মূল করা সম্ভব না। আজকে সবকিছুই ঠিকঠাকভাবে চলছে কিন্তু আমরা এক বেঞ্চে একজন করে বসে পরীক্ষা দিতে গেলেই যত সমস্যা। আমরা আমাদের জীবনের দায়ভার নিয়ে হলেও পরীক্ষার হলে বসতে চাই। তাই সরকারের কাছে অনুরোধ, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনতিবিলম্বে খুলে দিন।’

মানববন্ধনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী এসে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নেবে। আমি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের এই ম্যাসেজগুলো পাঠাব।’

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত বছরের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সেই বন্ধ দফায় দফায় বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা