জাগ্রত হও বিশ্ববিবেক

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ২৬ মে ২০২১, ২১:২৪
অ- অ+

বিশ্ববিবেক ঘুমায় এখন কোন মুলুকের তেপান্তর,

ফিলিস্তিনের বিপর্যয়ে হয় না কাতর সে অন্তর।

মিত্র দেশের পাকা ধানে ফিলিস্তিনের পড়লে মই,

বিবেক তখন সবাক হবে, ফুটবে মুখে কথার খৈ।

বলবে, ওসব সন্ত্রাসি দেশ ফিলিস্তিনের কুকর্ম,

মানুষ মারা গর্হিত কাজ; চরমতম অধর্ম।

ইসরায়েলের ঠিক রয়েছে আত্মরক্ষার অধিকার,

বোমা-মিসাইল মারবে যতো ততোই হবে ন্যায় বিচার।

গণনিধন চলছে এখন সেই নীতিরই পথ ধরে,

ফিলিস্তিনের নাম-নিশানা মিটেয়ে দেবার পণ করে।

দুর্ভাগা এই ফিলিস্তিনের সহায় কেবল আসমানে,

বাঁচতে পারে নি:স্বরা সব তাঁর আশিসের বরদানে।

গোলা-গুলির বিপরীতে ছুঁড়ছে পাথর আর ঢেলা,

চলছে তবু বর্বরতার যুদ্ধ যুদ্ধ এই খেলা।

মার্কিনিদের মদদ আছে; শুনবে তারা কার বারণ?

রক্ত ফোরাত সাঁতরে চলে ফিলিস্তিনের প্রাণ ধারণ।

জোটবাঁধা সব বিশ্ব মোড়ল যৌথসুরে গায় কোরাস,

অস্ত্র বেচার ফন্দি এঁটে করছে কূটিল নীতির চাষ।

বিশ্ববিবেক ঝাড়ছে কেবল লৌকিকতার বিবৃতি,

আপ্ত বাক্যে,শিষ্ট ভাষায় প্রচার ক’রে সম্প্রীতি।

সব শেয়ালই এক ধূয়াতে হুক্কাহুয়া দিচ্ছে ডাক,

সঙ্গে কেবল যুক্ত করে ইসরায়েলের বাকুমবাক।

রাষ্ট্রসংঘ রঙ্গ ক’রে ‘আহ্বানের’ ফুল ফোটায়,

লুকায় কাঁটা স্বার্থ নামের শ্বেত গোলাপের কূট বোঁটায়।

সন্ত্রাসিদের স্বার্থমতে দাবার ছক যে অংকিত,

মানবতার বিপর্যয়ে তাইতো বিশ্ব শংকিত।

আরব বিশ্ব শয্যা নিলো কোন হেরেমের সাজঘরে?

ভাবছে তাদের সুখের ঘরে পাছে যদি বাজ পড়ে।

কেউবা মুখে আঁটলো কুলুপ তলে তলে ভাব রেখে,

কেউবা ওদের পক্ষ নিলো নিজের স্বার্থ লাভ দেখে।

দু’চার দেশের সমর্থনই ফিলিস্তিনের শেষ সহায়,

মনের বলে লড়েই ওরা আজাব থেকে নাজাত চায়।

জাগ্রত হও বিশ্ববিবেক, ঘুচাও তোমার ঘুমের ভান,

ফিলিস্তিনের কান্না শুনুক বিবেক বোধের বধির কান।

ইজরায়েলকে গারদ ঘরে করতে হবে অন্তরীণ,

তোমার মুলুক,আমার মুলুক,সব দেশই হোক ফিলিস্তিন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদল কর্মী আরিফ হত্যা: ৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
রাজস্থানের চুরুতে ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত
গণহত্যার দায়ে শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা