অপহরণের ৫ দিনেও খোঁজ নেই যুবকের, শোকে মায়ের মৃত্যু

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০২১, ১৪:৫৪ | প্রকাশিত : ২৯ মে ২০২১, ১৩:৩৭

মানিকছড়ি উপজেলার লালটিলা নামক এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ধার্য চাঁদা পরিশোধ না করায় গত ২৪ মে রাত ৩টার দিকে অপহৃত হন কুয়েত প্রবাসীর ছেলে মো. সাগর হোসেন (২৩)। ছেলের শোকে মা নুরুন নাহারও শুক্রবার বিকালে মারা গেছেন।

পুলিশ জানায়, উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউপির লালটিলা এলাকার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ছেলে মো. সাগর হোসেন ওই এলাকায় গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার করার পরিকল্পনায় প্রাথমিক কার্যক্রম শুরু করেছিলেন। সম্প্রতি নুর মোহাম্মদ ও তার ছেলের (মো. সাগর হোসেন) কাছে ফোন করে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। নয়তো তার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়।

এরপর গত ২৪ মে রাত ৩টার দিকে সশস্ত্র সন্ত্রাসীদের নির্ধারিত চাঁদার টাকা পরিশোধ না করায় সাগরকে অপহরণ করা হয়। ঘটনার পর পাঁচ দিন চলে গেলেও পুলিশ অপহৃত সাগরের কোনো সন্ধান দিতে পারেনি এবং এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।

যদিও এ ঘটনার সঙ্গে ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) কেউ জড়িত নয় বলে জানিয়েছেন ওই এলাকার দায়িত্বে থাকা সংগঠক ক্যালাচিং মারমা।

অপহৃত সাগরের কুয়েত প্রবাসী বাবা নুর মোহাম্মদও ছেলের শোক ও স্ত্রীর মৃত্যুর খবরে প্রবাসে মৃত্যুশয্যায় দিন পার করছেন। এদিকে সন্ত্রাসীদের হাতে একজন ক্ষুদ্র খামারি অপহরণ এবং ছেলের শোকে মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানিকছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, আমি যোগদানের আগেই ঘটনাটি ঘটেছে। কিন্তু অপহৃতের সন্ধানে আমরা গত পাঁচ দিন ধরে বিভিন্ন জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শিগগির অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও জড়িতদের আটক করতে সক্ষম হব।

(ঢাকাটাইমস/২৯মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :