আইন লঙ্ঘন করায় মার্কেন্টাইল ইসলামী লাইফকে আইডিআরএ’র শোকজ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২১, ১৯:৩৩| আপডেট : ০১ জুন ২০২১, ১৯:৪০
অ- অ+

বীমা আইন লঙ্ঘন করায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদকে শোকজ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি আইডিআরএ এর পরিচালক মো. শাহ্ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদটি ২০২০ সালের ২০ জুলাই হতে শূন্য রয়েছে। বীমা আইন, ২০১০ এর ৮০ (৪) উপধারা অনুযায়ী বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ একাধারে তিন মাসের অধিক সময়ের জন্য শূূন্য রাখার বিধান নেই। তবে, কর্তৃপক্ষ অপরিহার্য পরিস্থিতি বিবেচনায় উক্ত সময়সীমা আরো ৩ (তিন) মাস বর্ধিত করার বিধান রয়েছে। কিন্তু দশ মাস অতিবাহিত হলেও বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধামালা-২০১২ অনুযায়ী আপনারা এখনও যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তি কে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ করা হয়নি। এখানে, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদটি দশ মাস ধরে শূন্য থাকায় বীমা আইন, ২০১০ এর ৮০ (৪) উপ-ধারা সুস্পষ্ট লঙ্ঘিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায়, বীমা আইন, ২০১০ এর ৮০ (৪) উপ-ধারা সুস্পষ্ট লঙ্ঘিত হওয়ায় উক্ত আইনের ৮০ (৫) উপ-ধারার বিধান মোতাবেক মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ কর্তৃপক্ষ কর্তৃক কেন প্রশাসক নিয়োগ দেয়া হবে না এবং বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে ব্যাখা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

ঢাকাটাইমস/ ০১ জুন/ আরএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
কাকরাইল মোড়ে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, দুপুরে গণঅনশন
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা