আত্মসাৎ: ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২১, ২২:১৬
অ- অ+

পৌনে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখা সিনিয়র অফিসার ও এফভিপি (অপারেশন) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক

শনিবার দুদক সমন্বিত জেলা ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আতিকুল আলম। বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করে দুদকের জনসংযোগ বিভাগ।

মামলার আসামিরা হলেন, ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিফাতুল ইসলাম, একই শাখার এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদ।

মামলার এজহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে অসৎ উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখা থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাৎ করেন। অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত করলে দেখা যায়, আসামিরা ১০০ টাকার নোটে বান্ডেলের দুই পার্শ্বে ৫০০ টাকার নোট লাগিয়ে রাখেন, যা দেখলে ৫০০ টাকার নোট মনে হবে। এভাবে টাকা স্তূপ করে রাখেন। একইভাবে ৫০০ টাকার নোটের গাইটের দুই পার্শ্বে ১০০০ হাজার টাকার নোট ব্যবহার করা হয়েছে, দেখে মনে হবে তা ১০০০ টাকার নোটের বান্ডেল।

(ঢাকাটাইমস/১৯জুন/এসআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা