সাতক্ষীরায় অক্সিজেন সংকটে আটজনের মৃত্যু: বিভাগীয় তদন্ত সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০:১৯ | প্রকাশিত : ০৪ জুলাই ২০২১, ২০:০৩

অক্সিজেনে সংকটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন রোগীর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের গঠিত তদন্ত কমিটি তদন্ত কাজ সম্পন্ন করেছে। রবিবার বেলা ১১টায় তারা হাসপাতালে আসে। পরে তারা হাসপাতালের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ও ২২ জন কর্মকর্তা-কর্মচারীর সাক্ষ্য গ্রহণ করে। তদন্ত প্রতিবেদন ০৫ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

এদিকে, অক্সিজেন সংকটের ঘটনায় স্থানীয় সামেক হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি আরও সাতদিনের সময় চেয়ে আবেদন করেছেন।

তদন্ত টিমের প্রধান ডা. কাজী আরিফ আহমেদ জানান, অক্সিজেন সংকটে রোগী মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত করে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু শুক্রবার বন্ধ থাকায় এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ আনুসঙ্গিক কারণে এত অল্প সময়ে তদন্ত কার্যক্রম শেষ করা সম্ভব নয়। যেকারণে আরও সাতদিন সময় চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেন সংকটে অন্তত আটজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় সাতক্ষীরা মেডিকেলের পক্ষ থেকে মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহম্মেদকে প্রধান করে সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মারুফ আহমেদ ও সাতক্ষীরা মেডিকেলের ডা. গাইফুল্লাহকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।

এছাড়া একই ঘটনায় খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেন। কমিটির অপর সদস্য হলেন, সহকারী পরিচালক ডা. রফিকুল গাজী ও শওকত হোসেন।

এ বিষয়ে টিমের প্রধান বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন জানান, সামেক হাসপাতালের তত্বাবধায়ক, অধ্যক্ষ, ওই দিনের দায়িত্বরত ২২ জন কর্মকর্তা, কর্মচারীর লিখিত বক্তব্য নিয়েছেন। তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। সার্বিক ঘটনা তদন্তের পর লিখিত প্রতিবেদন যত দ্রুত সম্ভব দাখিল করবেন সংল্লিষ্ট দপ্তরে। এরপর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেলের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার গঠিত তদন্ত কমিটি রবিবার তদন্তে এসেছে। তাদের তদন্ত কাজে সার্বিক সহায়তা করা হয়। রবিবার তারা তদন্তকাজ সম্পন্ন করেছেন। সোমবার তারা তদন্ত প্রতিবেদন ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবেন। এছাড়া সাতক্ষীরা মেডিকেলের নিজস্ব তদন্ত কমিটি সাতদিনের সময় চেয়েছে। তাদেরও সময় বর্ধিত করা হয়েছে।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, বিভাগীয় পরিচালকের গঠিত তদন্ত কমিটি তদন্ত করতে এসেছেন। সিভিল সার্জন হিসেবে আমার পর্যবেক্ষণ তাদেরকে জানিয়েছি। ১ জুলাই তারিখে আমি সামেক হাসপাতালে এসে যা দেখেছি, নথিপত্রের যে রেকর্ড পেয়েছি- তা জানিয়েছি। আমার স্টেটমেন্ট দিয়েছি। শুধু আমি না, তত্ত্বাবধায়ক, আইসিইউ ইনচার্জ, আইসিইউ কনসালট্যান্টসহ সংশ্লিষ্টদের বক্তব্য তারা নিয়েছেন। এর প্রেক্ষিতে কোন পরামর্শ যদি থাকে, রিপোর্টে তা উঠে আসবে। কারো অবহেলায় যদি শাস্তির সুপারিশ যদি করা হয়, সেটাও বিভাগীয়ভাবে করা হবে বলে আশা করছি।

উল্লেখ্য, গত ৩০ জুন বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে অক্সিজেন সংকটের কারণে আইসিইউ, সিসিইউ এবং সাধারণ করোনা ওয়ার্ডে উপসর্গ ও করোনা নিয়ে চিকিৎসাধীন আটজন মারা যান। সকাল থেকে অক্সিজেন সংকট দেখা দিলে ডাক্তাররা কর্তৃপক্ষকে তা অবহিত করেন। কিন্তু যথাসময়ে সাতক্ষীরার সেন্ট্রাল অক্সিজেন পন্ড পূরণ না করায় অক্সিজেনের প্রেসার কমতে থাকে। একপর্যায়ে অক্সিজেনের প্রেসার কমে যাওয়ায় রোগীরা ছটফট করতে থাকেন। এসময় যে যার মতো অক্সিজেন সিলিন্ডার বাইরে থেকে নিয়ে এসে রোগীদের বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। রাত ৮টার মধ্যে আটজন রোগী মারা যান। এর আগে ওইদিনই করোনা উপসর্গে আরও ছয়জনের মৃত্যু ঘটে।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নড়াইলে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :