ফেসবুকে চিকিৎসক পরিচয়ে বন্ধুত্ব-প্রতারণা, যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৮:০৬ | প্রকাশিত : ১৯ জুলাই ২০২১, ১৭:৪২

চিকিৎসক ও হোটেল মালিক পরিচয়ে মানিকগঞ্জের এক কলেজছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তোলা হলে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার আতাউর রহমান (২৫) কক্সবাজার জেলার মহেষখালী উপজেলার জামালপাড়া গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কার সাহা বলেন, ‘অভিযুক্ত যুবক তার ফেসবুক প্রোফাইলে নিজেকে চিকিৎসক ও একটি হোটেলের মালিক উল্লেখ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক, অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিচ্ছিল।’

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সম্প্রতি মানিকগঞ্জের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আতাউরের বন্ধুত্ব হয়। সেই সুবাদে কয়েকবার মানিকগঞ্জে এসে মেয়েটির সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন স্থানে সময় কাটান তারা। এক পর্যায়ে কৌশলে মেয়েটির কাছ থেকে স্বর্ণের চেইন ও হাতের ব্রেসলেট হাতিয়ে নেয় আতাউর।’

‘রবিবার সকালে মেয়েটির সঙ্গে আবারও দেখা করতে মানিকগঞ্জ আসেন আতাউর। শহরের নাগীনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে আতাউর আপত্তিকর আচরণ করলে মেয়েটি চিৎকার করে। পরে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশকে খবর দেয়।’

পরে ঘটনাস্থল থেকে পুলিশ আতাউরকে আটক করে। রাতে ওই কলেজছাত্রী শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আতাউরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।

ভাস্কার সাহা জানান, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সোমবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে আদালতের কাছে পাঁচদিনের রিমান্ড চাইলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। দ্রুত আসামিকে সঙ্গে নিয়ে মেয়েটির কাছ থেকে নেয়া স্বর্ণের চেইন এবং ব্রেসলেট উদ্ধারে অভিযান চালানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নড়াইলে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :