‘মারা যাচ্ছি’ বলে রাতে মাকে ফোন, সকালে যুবকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ১৬:০১| আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৬:০৮
অ- অ+

বগুড়ার শেরপুরে খলিলুর রহমান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া এলাকার করতোয়া নদীর ধার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, খলিলুর রহমান গাড়ীদহ মধ্যপাড়ার মৃত আজাহার আলীর ছেলে। তার সঙ্গে গাবতলী থানার দুর্গাহাটা এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তিনদিন আগে ওই মেয়ের বিয়ে হয়ে যায়। এরপর খলিলুর গত দুই দিন আগে বাড়ি থেকে বের হয়। ওইদিন সন্ধ্যায় তার মায়ের সঙ্গে মোবাইলে রাগারাগিও হয়।

খলিলের মা খুকি বেওয়া জানান, রাগারাগির পরে রাতে আরেকবার ফোন দেয় খলিলুর। বলে, ‘আজ আমি মারা যাচ্ছি। জেনে রাখ, তোমার ছেলে দুইটা ছিল, এখন থেকে একটা। আমি আর দুনিয়াতে থাকবো না।’ এই বলে সংযোগ বিছিন্ন করে দেয় খলিলুর। এরপর থেকে আর কল রিসিভ হয়নি।

শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। পাশেই মোবাইল পড়ে ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
ফেনীতে বন্যার অশঙ্কায় ১৩১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা