করোনাভাইরাস; বগুড়ায় আরও ১৩ মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪:৫৯ | প্রকাশিত : ০১ আগস্ট ২০২১, ১৪:৫১

বগুড়ায় করোনা এবং উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৪ জন। বাকি ৯ জন মারা গেছেন করোনা উপসর্গ। গত ২৪ ঘণ্টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সারিয়াকান্দির রহিমা (৬০), সদরের তৌহিদা খানম (৭০), সদরের বিউটি বেগম (৪৫) এবং সোনাতলার জহুরুল ইসলাম (৭৯)।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এ সব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরও ১৩৭জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৩ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬১ জন। মারা গেছেন ৫৭২জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৫৬১ জন।

(ঢাকাটাইমস/১আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :