টাঙ্গাইলে কালোবাজারির ৩০০ বস্তা সারসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ২১:১৬

টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির ৩০০ বস্তা সারসহ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রেলক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কান্দারপাড়া এলাকার ছলিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাইতকাই এলাকার মোতালেবের ছেলে মঞ্জিল ইসলাম (২০)।

র‌্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনিসহ স্কোয়াড কমান্ডার এসএসপি মোহাম্মদ মুশফিকুর রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় কালোবাজারির সরকারি পটাশ সার ২০০ বস্তা, ডিএপি সার ১০০ বস্তা, নগদ ২ লাখ টাকা ও একটি ট্রাকসহ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :