ডিএসইর ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২১, ১৫:১৩

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের দুই পুঁজিবাজারের সবকটি সূচক পাশাপাশি বাড়তে দেখা গেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন ডিএসইতে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হতে দেখা গেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৯৩৯ কোটি টাকা। এর আগে সর্বোচ্চ লেনদেন হয় ২০২০ সালের ২৮ অক্টোবর ২ হাজার ৯৪৬ কোটি ৩৭ লাখ ১৪ হাজার টাকা। আজকের এই লেনদেন ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ পঞ্চম লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর চেয়ে বেশি লেনদেন হয়েছে আরও চারটি কর্মদিবসে। ২০১০ সালের ৫ ডিসেম্বর মহাধস শুরুর দিন লেনদেন ছিল ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার টাকা। এটিই বাংলাদেশের ইতিহাসে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন। ২০১০ সালের ৩ অক্টোবর ৩ হাজার ২০৮ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকা লেনদেন বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১০ সালের ২ ডিসেম্বর লেনদেন ছিল ৩ হাজার ১৭৯ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার টাকা। ২০১০ সালের ২৮ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিলো ২ হাজার ৯৪৬ কোটি টাকা।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোট লেনদেন হয়েছে দুই হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকা। দিনটিতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৬২৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৫২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৯২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন হয়েছে ১২৮ কোটি ৮ লাখ ৩৪ হাজার ৪৩১ টাকা, যা আগের দিনের তুলনায় ৪৭ কোটি টাকা বেশি। দিনটিতে সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩২১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৩টির। কমেছে ১৪০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩২৩ পয়েন্টে। সিএসই-এক্স সূচক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৯৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৯১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪০১ পয়েন্টে। সিএসআই ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৫ পয়েন্টে।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ মোট লেনদেন করেছে ১৫২ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকা। এছাড়াও লেনদেনে এগিয়ে রয়েছে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, মালেক স্পিনিং মিলস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, এসএস স্টিল লিমিটেড, জেনারেশন নেক্সট এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড।

(ঢাকাটাইমস/৯আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :