মাসউদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি এলআরএফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ১৬:৫০
অ- অ+

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আইন আদালত, সংবিধান ও বিচার বিষয়ক রিপোর্টারদের নিয়ে গঠিত সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

বুধবার সংগঠনের সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াছিন এক বিবৃতিতে এই দাবি জানান।

মাসুদের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এলআরএফ নেতারা বলেন, যথার্থ তথ্য উপাত্ত নিয়ে সঠিকভাবেই রিপোর্ট করেছেন সাংবাদিক মাসুদ। তারপরেও এ ধরনের অন্যায়মূলক মিথ্যা মামলা স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। স্বাধীনভাবে সাংবাদিকতার জন্য অবিলম্বে এই ধরনের সাজানো মামলা প্রত্যাহার করতে হবে।

সম্প্রতি একটি মামলা নিয়ে সংবাদ প্রচার করায় চ্যানেলটির বার্তা সম্পাদক ও প্রতিবেদক মাসউদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকত। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
আমদানি-রপ্তানির ট্রেজারি শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ ঘন্টায় নিহত ১৮, মোট প্রাণহানি ছাড়াল ৫৭ হাজার ২৬০
রংপুরের আট জেলার সব আসনে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা