নারী কেলেঙ্কারি, গজারিয়ায় শিক্ষককে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১১:৫৭ | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২১, ১১:৪০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে শিক্ষকের বহিষ্কারের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে।

নাম প্রকাশে অনিচ্ছুক দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী জানায়, তাদের এই দাবি বাস্তবায়ন না হলে বিদ্যালয়ের সকল ক্লাস বর্জন, প্রধান শিক্ষকের অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল কাইয়ুম জানান, দুই বছর আগে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠে শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে। সে সময় তিন সদস্যের কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করা হয়। প্রতিবেদনে ওই শিক্ষকের অপরাধ প্রমাণিত হয়। এরপর তদন্ত কমিটির প্রতিবেদনসহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ শিক্ষাবোর্ডে পাঠানো হয়। শিক্ষা বোর্ড যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষককে পুনর্বহালের চিঠি পাঠিয়েছেন।

বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন সিকদার এ ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষা বোর্ডের তথ্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কর্তৃপক্ষকে সঠিক সময়ে জানানো হয়নি। ফলে শিক্ষাবোর্ড একতরফা রায় দিয়েছে অভিযুক্ত শিক্ষকের পক্ষে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের বিষয়টি আমার জানা নেই। তবে অভিযুক্ত শিক্ষককে শিক্ষা বোর্ড থেকে পুনর্বহালের চিঠি পাঠিয়েছেন বলে শুনেছি। তাকে বহিষ্কারের বিষয়টি শিক্ষাবোর্ডের সিদ্ধান্ত।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনের মোবাইল ফোনে বারবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :