রংপুর সেনানিবাস পরিদর্শনে সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রংপুর সেনানিবাস পরিদর্শন করেছেন। সোমবার সেনাপ্রধান সেখানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ৬৬ পদাতিক জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার।
সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার গ্রহণ করেন।
পরে সেনাপ্রধান রংপুর সেনানিবাসে একটি গাছের চারা রোপণ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রংপুর সেনানিবাসের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এসএস/জেবি)

মন্তব্য করুন