আফগানিস্তানে মেয়েদের স্কুল-কলেজ ফের বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২১, ১৪:২৮
অ- অ+

আফগানিস্তানের হেরাত প্রদেশের গার্লস হাইস্কুল ও গার্লস কলেজগুলো খুলে দেওয়ার এক সপ্তাহ পর আবার বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। কোনো কোনো সূত্র দাবি করেছে, তালেবানের পক্ষ থেকে মেয়েদের স্কুল ও কলেজ আবার বন্ধ করে দেওয়া হয়েছে।

হেরাতের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষকের বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া জানিয়েছে, মেয়েদের স্কুল ও কলেজগুলোতে ষষ্ঠ শ্রেণির উপরের ক্লাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

তবে গার্লস স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান। হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের প্রধান সাইয়্যেদ ওসমান ফেইজি মেয়েদের স্কুল বন্ধ হওয়ার খবর নাকচ করে দিয়ে বলেছেন, মানুষ গুজব ছড়াচ্ছে এবং কিছু মানুষ আছে যারা দেশের জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না।

এর আগে গত সপ্তাহে হেরাত প্রদেশের তালেবান কর্তৃপক্ষ সেখানকার গার্লস স্কুল ও গার্লস কলেজগুলো খুলে দেওয়ার অনুমতি দিয়েছিল।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। এরপর তারা ষষ্ঠ শ্রেণি থেকে উপরের দিকের মেয়েদের স্কুলগুলো বন্ধ করে দেয়। তবে আন্তর্জাতিক সমালোচনার মুখে বেশ কয়েকটি প্রদেশের গার্লস স্কুল খুলে দিয়েছিল তালেবান।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী জোটে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ
গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত
কায়কোবাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা