ধামরাইয়ে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

ঢাকার ধামরাইয়ে একটি ট্রাকের চাপায় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আফসানা বেগম (২২)। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, রবিবার সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
নিহত আফসানা স্থানীয় ফুকুটিয়া এলাকার ওডিসি গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আফসানার শ্বশুরবাড়ি আশুলিয়া থানা এলাকায়। স্বামী জহিরুল ইসলাম ও আফসানা দুজনই কেলিয়া গ্রামে খোকনের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিকশাযোগে অফিসে যাওয়ার সময় পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে আফসানা রিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে আটক করেন। কিন্তু চালক দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি, তবে তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এলএ)

মন্তব্য করুন