ধামরাইয়ে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২১, ২২:০৪
অ- অ+

ঢাকার ধামরাইয়ে একটি ট্রাকের চাপায় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আফসানা বেগম (২২)। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, রবিবার সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

নিহত আফসানা স্থানীয় ফুকুটিয়া এলাকার ওডিসি গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আফসানার শ্বশুরবাড়ি আশুলিয়া থানা এলাকায়। স্বামী জহিরুল ইসলাম ও আফসানা দুজনই কেলিয়া গ্রামে খোকনের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিকশাযোগে অফিসে যাওয়ার সময় পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে আফসানা রিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে আটক করেন। কিন্তু চালক দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি, তবে তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
জনতা ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত 
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইইইউবিএটে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
লোহাগড়ায় আ.লীগ নেতার নেতৃত্বে বিএনপির নেতাদের বাড়ি-অফিস ভাঙচুর, গাছ কর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা