এলিয়েন খুঁজতে ধর্মযাজকদের নিয়ে মহাকাশে নাসা

তথ‌্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪:১৬

মানুষ সবসময়েই ভিনগ্রহের প্রাণী এলিয়েনদের বিষয়ে জানতে চায়৷ এবার এই যুগ যুগ ধরে চলা রহস্য সমাধান করতে নতুন এক মিশন চালু করছে নাসা ৷ তবে নাসার এই এলিয়েন ডিসকভারি মিশনের জন্য এক আজব কাজ করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ৷ তারা ধর্মযাজকদের নিয়োগ করবে৷

নাসা বহির্বিশ্বের প্রাণ নিয়ে গম্ভীর চিন্তা করছে এবং এই রহস্যভেদ করার জন্য যেকোনও জায়গায় যেতে পারে৷ তাই এই বৈজ্ঞানিক মিশনে তারা ধর্মশাস্ত্রজ্ঞদের সাহায্যও নেবে৷ নাসা জানতে চায় এলিয়েনদের নিয়ে বিভিন্ন ধর্মে কি কি বিচার রয়েছে৷ বলা হচ্ছে এই দলে আলাদা আলাদা ধর্মের পূজারিরা থাকবে৷

নাসা ২৪ জন বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞদের নিয়ে নিজেদের এলিয়েন হান্টিং মিশন করবে৷ ইংরেজির বিখ্যাত ডিকশনারি কলিন্সের মতে ধর্মশাস্ত্রী বা পুরোহিত তারা হন যারা ভগবান, ধর্ম এবং ধার্মিক মান্যতা নিয়ে পড়াশুনো করেন৷ এই দলে ব্রিটেনের বিখ্যাত পাদ্রী ডক্টর অ্যান্ড্রু ডেভিসনকে রাখা হয়েছে৷

যিনি বায়োকেমিস্ট্রিতেও ডক্টরেট৷ ইউরোপিয়ান স্পেস এজেন্সি রোজিল্যান্ড ফ্র্যাঙ্কলিন রোভার সামনের বছর শুক্র গ্রহে এই বিষয়ে ড্রিলিং করবে৷ যাতে জীবাশ্ম খোঁজ করা হবে৷

মিল্কিওয়েতে ১০০ আরবের বেশি তারা আছে আর ব্রহ্মাণ্ডে এরকম শত শত মিল্কিওয়ে আছে৷ পৃথিবীর বাইরেও প্রাণের অস্থিত্ব থাকতে পারে। এবার ভিনগ্রহের প্রাণীদের নিয়ে নাসা গবেষণা করার জন্য নামবে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/আরজেড/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :