নরসিংদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২২, ১৬:১৩| আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৬:১৮
অ- অ+

নরসিংদীতে ইটবোঝাই ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে সাপমারা বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ীর নাম চিত্ত নিরঞ্জন দাস (৬৫)। তিনি মহেষপুর ইউনিয়নের আলগী মধ্যে পাড়া গ্রামের নিশিকান্ত দাসের ছেলে। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

জানা যায়, সকাল ৬টার দিকে আলগী বাজার থেকে ছেড়ে আসা ইটবোঝাই ট্রাক নীলকুঠি যাওয়ার সময় সাপমারা বাজার চৌরাস্তায় রায়পুরাগামী ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে চিত্ত নিরঞ্জনের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের ভাই ও অটোরিকশা চালক গুরুতর আহত হন। আহতদেরকে উদ্ধার করে পাশের উপজেলা ভৈরব হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর ট্রাকচালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেয়।

রায়পুরা থানার এসআই মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা