২০ জানুয়ারি আসছে ছারপোকার নতুন গান ‘দক্ষিণা বাতাস’

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২, ২১:০৯
অ- অ+

দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আগামী ২০ জানুয়ারি ‘ছারপোকা’ ব্যান্ডের ‘দক্ষিণা বাতাস’ শিরোনামে একটি নতুন গান মুক্তি পেতে যাচ্ছে। যার প্রোমো ভিডিও ইতিমধ্যে অফিসিয়াল ফেসবুক পেইজ এবং নতুন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। যা তাদের ফ্যানদের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) 'ছারপোকা' ব্যান্ডের সিইও ইয়াছিন আরাফত হৃদয় ঢাকা টাইমসকে এই তথ্য জানান।

গানটির গায়ক, সুরকার এবং গীতিকার ব্যান্ডের প্রধান গায়ক ইমরান হোসেন ইমু, কম্পজিশনে ছিল ‘ছারপোকা ব্যান্ড’, মিক্সিং এবং মাস্টারিং করেছেন রোজেন রহমান, ভিডিও তৈরি করেন শিশ দিনার।

গান সম্পর্কে ব্যান্ডের ভোকাল ইমরান হোসেন ইমু বলেন, এতদিন কাজ করিনি। ব্যস্ত সময় পার করছি নিজেদের তৈরি করতেই। ছারপোকার ভক্ত নেই কেউ, সবাই ছারপোকার রক্ত। এই ভালোবাসার মানুষগুলো অনেক দিন যাবৎ একটা নতুন গান দাবি করছে। সেই জায়গা থেকেই আসলে এই গানটা করা। দক্ষিণা বাতাস টাইটেলের এই গানটি শুধুই আভাস বলা চলে।

এছাড়া ব্যান্ড সম্পর্কে ব্যান্ড লিডার ইয়াছিন আরাফাত হৃদয় বলেন, আরও দুর্দান্ত কিছু গানের কাজ করছি। অতীতে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন সেভাবেই সাপোর্ট এখনো আশা করছি। ছারপোকার সাথে থাকবেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/আরএল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা