ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১৭:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ৬৫ হাজার ৪৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫২ কোটি ১২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটি ৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজ লিমিটেডের ৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের শেষ দিনে ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- জিপিএইচ ইস্পাত,আইসিবি, মুন্নু অ্যাগ্রো, দ্য পেনিনসুলা, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, রূপালী ইন্স্যুরেন্স,সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, শাহজালাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড, অ্যাপেক্স ফুডস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বেক্সিমকো, বিজিআইসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিভিও পেট্রো কেমিক্যাল, ইস্টার্ন হাউজিং, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস,গোল্ডেন সন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :