মাতুয়াইলে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২, ০৯:৩২| আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১:২২
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে বেপরোয়া বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার সকাল ৭টার দিকে মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইন্সটিটিউটের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন আক্তার (৩৫), মেয়ের স্বামী রিয়াজুল (৪৫)। আর আহত হয়েছে শারমিনের মেয়ে বৃষ্টি আক্তার (৬) এবং সিএনজি চালক রফিক (৪২)।

জানা গেছে, নিহত শারমিনের বাড়ি বরিশাল উজিরপুরে। তার মা সাহেদা বেগম মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি। বাবাকে নিয়ে তিনি দেশের বাড়ি থেকে ঢাকায় তার মাকে দেখতে আসছিলেন। সকালে বরিশাল থেকে লঞ্চযোগে সদরঘাটে আসেন। সেখান থেকে সিএনজি যোগে মহাখালী যাওয়ার পথে দুর্ঘটনার স্বীকার হন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি গাড়ি মাতুয়াইলে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। চালকসহ গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা