কালিয়াকৈরে করোনা প্রতিরোধ উপদেষ্টার মাস্ক যখন কপালে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২২, ০০:৩৮
অ- অ+

মুখের মাস্ক কপালে তুলে হাজারো মানুষের সামনে মঞ্চে বসে বাদাম খাচ্ছিলেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান ও করোনা প্রতিরোধ উপদেষ্টা কামাল উদ্দিন সিকদার। রবিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এমন দৃশ্য চোখে পড়ে।

মঞ্চে উপস্থিত অতিথিদের মাঝে হঠাৎ চোখে পড়ল তার এমন কাণ্ডে। কিছুক্ষণ বিষয়টি লক্ষ্য করে দেখা গেল- তিনি মাস্কটি দু’হাতে টেনে কপালে তুলে বসে বাদাম খাচ্ছিলেন। মাঝে মাঝে মাস্কটি কপালে ঠিক-ঠাক আছে কিনা তা নেড়েচেড়ে দেখছিলেন।

সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার বর্তমানে করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার এমন কাণ্ড দেখে বিব্রত বোধ করছিলেন মঞ্চের অনেকেই। অনেকেরই কৌতুহল ছিল মাস্ক কেন কপালে। কেউ কেউ আবার সেটিকে রুমাল বা টুপি হিসেবেও দাবি করেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বিডিইউ’র উপচার্যসহ বেশ কয়েকজন অতিথি।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা