ধামরাইয়ে নয়টি অবৈধ ইটভাটাকে অর্ধকোটি টাকা জরিমানা

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ২০:১২

ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে নয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা আর্থিক জরিমানা করেছেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার জলসিন, কান্দাপাড়া, কালামপুর, ধাইরা ও ডাউটিয়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

এ সময় আর্থিক জরিমানা করে ভাটার মূল অংশ ভেঙে দেয়াসহ পানি দিয়ে ভাটার চুল্লি নিভিয়ে দেওয়া হয়। অভিযানে জলসিন এলাকার মা ব্রিকসকে ছয় লাখ টাকা, পিওর ব্রিকসকে বিশ লাখ, মা স্টার ব্রিকসকে ছয় লাখ, কুল্লা এলাকার জয়বাংলা ব্রিকসকে ছয় লাখ, কালামপুর এলাকার এসবিএন ব্রিকস-১-কে দুই লাখ, এসবিএন ব্রিকস-২-কে ছয় লাখ, বিবিসি ব্রিকসকে ছয় লাখ টাকা এবং ডাউটিয়া এলাকার সান ব্রিকসকে ছয় লাখ টাকাসহ মোট ৫৮ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় কালামপুর ডাউটিয়া এলাকার হালিমা ব্রিকস নামে একটি ভাটার মালিক পলাতক থাকায় পুরো ইট ভাটা সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ধামরাইয়ে ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় প্রয়োজনীয় অনুমোদন না থাকায় এবং বিভিন্ন অনিয়মের কারণে আটটি ভাটা কর্তৃপক্ষকে আর্থিক জরিমানা করা হয়। একটি ইট ভাটার মালিক পলাতক থাকায় ভাটাটি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব, অনিতা ঘোষ, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, ক্যাশিয়ার উজ্জল বরুয়া, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :