কেন কমলো বুস্টার ডোজের বয়স? জানুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২২, ১৩:৫৭| আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৪:০০
অ- অ+
ফাইল ছবি

এক মাস আগে থেকে সারাদেশে শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধী টিকা বুস্টার ডোজের কার্যক্রম। শুরুর দিকে ষাটোর্ধ্ব বয়সী নাগরিকদের টিকার এই ডোজ দেওয়া হলেও কিছু দিন পর বয়সের সীমা ১০ বছর কমানো হয়। সর্বশেষ আজ বয়সের সীমা কমিয়ে ৪০ করার সিদ্ধান্ত নেয় সরকার। এক মাসের মধ্যে বয়সের এই সীমা কেন আরও ১০ বছর কমানো হলো রবিবার তা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সকালে রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বুস্টারের টিকা দেওয়ার বয়সসীমা কমানোর কারণ জানান মন্ত্রী।

জাহিদ মালেক জানান, আগে ৫০ বছর বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হলেও তাতে মানুষ খুব একটা টিকা নেননি। তাই বয়সের এই সীমা ১০ বছর কমানো হয়েছে।

গতবছর ফেব্রুয়ারিতে দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর ১ নভেম্বর থেকে ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলপড়ুয়াদের কোভিড টিকাদান কর্মসূচি শুরু হয়। জানুয়ারিতে সারা দেশে শুরু হয় সেই কার্যক্রম। আর গত ২৮ ডিসেম্বর সারাদেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

যাদের বয়স ৬০ বছরের বেশি, যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন এবং যারা বিভিন্ন অসংক্রামক রোগের কারণে স্বাস্থ্যঝুঁকিতে আছেন, তাদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। পরে ১৭ জানুয়ারি সেই বয়সসীমা কমিয়ে ৫০ বছর করা হয়। কিন্তু বয়স ৫০ করা হলে তাতেও টিকা নিতে মানুষের খুব একটা সারা মেলেনি। যে কারণে সেই সীমা আরও ১০ বছর কমানোর সিদ্ধান্ত নেয় সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ৫০ বছর বয়স থেকে বুস্টার ডোজ দিয়েছিলাম। কিন্তু তাতে লোকজন এগিয়ে আসেনি। তাই আমরা আজ থেকে ৪০ বছর বয়সে নামিয়ে আনলাম। যাদের বয়স ৪০ ঊর্ধ্ব তারা সবাই এখন থেকে বুস্টার ডোজ নিতে পারবে। এর মাধ্যমে আমরা আরো বেশি মানুষকে টিকা দিতে পারব। আমাদের হাতে এখনো পর্যাপ্ত টিকা রয়েছে। আমরা এই টিকা সবাইকে দিতে চাই।’

অনুষ্ঠানে এখন থেকে ১২ বছরের ওপরে যাদের বয়স এমন সব নাগরিকও টিকা পাবেন বলে জানান জাহিদ মালেক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও আহমেদুল কবির।

ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এনএইচ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা