অবশেষে ভ্যাকসিন নিতে রাজি হলেন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪

ভ্যাকসিন না নেওয়ার কারণে বছরের প্রথম মেজর টেনিস টুর্নামেন্টে অংশ নিতে পারেননি বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। শুধু তাই নয়, আইনি ঝামেলাতেও পড়েছিলেন তিনি। ফলে অস্ট্রেলিয়ান ওপেন না খেলে দেশে ফিরে এসেছিলেন। এরপরও ভ্যাকসিন নেননি তিনি। অবশেষে করোনাভাইরাসের টীকা নিতে রাজি হয়েছেন এই সার্বিয়ান টেনিসার।

এক বিবৃতিতে সেখান থেকে জানানো হয়েছে, ‘জোকোভিচের বেশ কিছু টেস্ট ১৬-২২ ডিসেম্বরের মধ্যে করা হয়েছে এবং সেখানে সবগুলোই বৈধ বলে প্রমানিত হয়েছে।’

সম্প্রতি করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ফ্রান্সও। ফলে টিকা না নিলে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে খেলার ক্ষেত্রেও ঝামেলায় পড়তে পারেন জকোভিচ। যুক্তরাষ্ট্রও আগেই জানিয়ে রেখেছে, টিকা না নেওয়া কেউ ইউএস ওপেনে খেলতে পারবেন না।

নানা জল্পনা-কল্পনার পর জোকোভিচ ভ্যাকসিন নিলে তাকে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্স ওপেনেও দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। এটিপি র‌্যাঙ্কিংয়ের নিজের অবস্থান দৃঢ় রাখতে এসব টুর্নামেন্টে খেলতে হবে জকোভিচকে। এখন পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে আছেন তিনি। দুইয়ে আছেন মেদভেদেভ।

গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ায় ডেভিস কাপের সেমিফাইনালের পর থেকে আর কোর্টে দেখা যায়নি জকোভিচকে। এ মাসের শেষ দিকে দুবাই ওপেনে দেখা যেতে পারে তাকে। অবশ্য এর আগে মেক্সিকো ওপেনেও খেলতে পারেন এই সার্বিয়ান। সেখানে মেদভেদেভ ছাড়াও খেলবেন আলেকজান্ডার জেভেরভ, স্টিফানোস টিসিতসিপাস ও মাত্তেও বেরেত্তিনি।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

অলিম্পিকের জন্য নতুন রূপে সাজছে ঐতিহ্যের শহর প্যারিস

চ্যাম্পিয়নস লিগ: রিয়ালের কাছে হারে কোনো অনুশোচনা নেই গার্দিওলার

‘সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না’

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

আইপিএলে মুস্তাফিজের পরবর্তী ম্যাচ কবে, কখন

নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :