কলাপাড়ায় যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের মনসুর মোল্লা (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে কলাপাড়া থানা পুলিশ মনসুর মোল্লার মৃতদেহ তার গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
মৃত মনসুর মোল্লা ওই গ্রামের মৃত মমিন আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনসুর মোল্লা সৌদি আরব যাবার জন্য সকল ধরনের কাগজপত্র সম্পাদন শেষে প্রস্তুতি নিচ্ছিল। বৃহস্পতিবার রাতে সে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রেমঘটিত কারণে এ যুবক আত্মহত্যা করতে পারে বলে পুলিশ জানিয়েছে।
কলাপাড়া থানার ওসি জসিম জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন