ফরিদপুরের কবি-সাহিত্যিকদের সম্মেলন

ফরিদপুর লেখক পরিষদের উদ্যোগে কবি-সাহিত্যিকদের সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এ উপলক্ষে শহরের পিটিআইতে (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ রচিত উপন্যাস 'আমারে জ্যান্ত কবর দাও' ও ছড়াগ্রন্থ ‘সোনার দেশের সোনারা’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এসএম মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপক এমএ সামাদ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল ফয়েজ শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (সাবেক সাধারণ সম্পাদক) খেলাঘর, ঢাকা, পুথি সম্রাট জালাল খান ইউসুফী, সিলেটসহ অন্য জেলার কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, এখন বইপড়া থেকে মানুষের আগ্রহ কমে গেছে, আমাদের সকলকেই চেষ্টা করতে হবে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে। তরুণরা যাতে বেশি বেশি বই পড়ে তার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং বই পড়তে তরুণদের উৎসাহিত করতে হবে। কেন নয় শিক্ষা একটি জাতিকে তার জাতিসত্ত্বাকে সমৃদ্ধ করে তুলে।
এর আগে সকালে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফরিদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মোল্লা।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা, সাহিত্য ও সংস্কৃতি এর সর্বশেষ

দেশরত্ন

একগুচ্ছ কবিতা

‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামালকে হারানোর দিন

সুন্দরীনামা

কথাসাহিত্যিক নাসরীন জাহানের একান্ত সান্নিধ্য ও সাহচর্য

মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী আজ

নিমা ইউশিজ এবং ফার্সি কবিতার আধুনিকায়ন

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩ পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ

‘কথাসুন্দর’ সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
