ফরিদপুরের কবি-সাহিত্যিকদের সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৩
অ- অ+

ফরিদপুর লেখক পরিষদের উদ্যোগে কবি-সাহিত্যিকদের সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এ উপলক্ষে শহরের পিটিআইতে (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ রচিত উপন্যাস 'আমারে জ্যান্ত কবর দাও' ও ছড়াগ্রন্থ ‘সোনার দেশের সোনারা’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এসএম মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপক এমএ সামাদ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল ফয়েজ শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (সাবেক সাধারণ সম্পাদক) খেলাঘর, ঢাকা, পুথি সম্রাট জালাল খান ইউসুফী, সিলেটসহ অন্য জেলার কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন, এখন বইপড়া থেকে মানুষের আগ্রহ কমে গেছে, আমাদের সকলকেই চেষ্টা করতে হবে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে। তরুণরা যাতে বেশি বেশি বই পড়ে তার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং বই পড়তে তরুণদের উৎসাহিত করতে হবে। কেন নয় শিক্ষা একটি জাতিকে তার জাতিসত্ত্বাকে সমৃদ্ধ করে তুলে।

এর আগে সকালে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফরিদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মোল্লা।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা