বিশ্ব প্রশংসা করলেও ফখরুলরা উন্নয়নের কিছুই দেখেন না: হাছান মাহমুদ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৪ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০০

বাংলাদেশের উন্নয়নে পুরো বিশ্ব প্রশংসা করলেও মির্জা ফখরুলরা কিছুই দেখতে পান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ও গোহাটির আসামে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ভারতে গেছেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গত ১৩ বছরে সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা এক সময় বলতাম শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান, এখন একজন শ্রমিক যে মজুরি পায় প্রতিদিন, সেই মজুরি দিয়ে সে ১২ কেজি মোটা চাল কিনতে পারে। অর্থাৎ প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।’

‘যে মানুষটি আজ থেকে ১২-১৩ বছর আগে বিদেশ গিয়েছে সে এসে এখন দেশ চিনতে পারে না, গ্রাম চিনতে পারে না’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘পুরো দেশ পাল্টে গেছে। সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব প্রশংসা করছে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রশংসা করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেন। শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরাই কিছু দেখতে পান না।’

‘আওয়ামী লীগ সরকার জনগণকে প্রতারিত করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরাই মানুষকে প্রতারিত করেছেন। তারা যখন ক্ষমতায় ছিলেন নিজেদের আখের গুছিয়েছেন। হাওয়া ভবন পরিচালনা করে সমান্তরাল সরকার পরিচালনা করেছেন এবং দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করে বিদেশে নিয়ে গিয়েছিলেন, যে টাকা দিয়ে তারেক জিয়া বিদেশে বসে এখন বিলাসবহুল জীবনযাপন করছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা যদি এই অপরাজনীতি না করতো, সবকিছুতে ‘না’ বলার রাজনীতি না করতো, তাহলে দেশ গত ১৩ বছরে আরও দূরে এগিয়ে যেত।’

ভারতের ভেতরে বাংলাদেশের টিভি চ্যানেল সম্প্রচারে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘২০১৯ সাল থেকে সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখা যাচ্ছে। ত্রিপুরাতেও বাংলাদেশের অনেক চ্যানেল দেখা যায়। সমস্যা হচ্ছে পশ্চিমবাংলাতে। আমরা সবসময় সেই বিষয়টি ভারত সরকারের নজরে এনেছি। ভারত সরকারের পক্ষ থেকে কোনো রকম বাধা নিষেধ বা প্রতিবন্ধকতা নেই। সেখানকার ক্যাবল অপারেটরগুলো অনেক টাকার ফি দাবি করে। আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলো এতো টাকা ফি দিয়ে ওখানে প্রচার করে কোনোভাবেই লাভজনক নয়, সেই জন্যই প্রচার হচ্ছে না।’

ড. হাছান আরও বলেন, ‘ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।’ মন্ত্রী মঙ্গলবার রাতে ঢাকা থেকে সড়কপথে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় এসে পৌঁছালে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এফএ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :