কলকাতা বইমেলায় তুলতুলের ‘নরকে আলিঙ্গন’

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের তরুণী শাম্মী তুলতুলের নতুন অনুগল্পের বই ‘নরকে আলিঙ্গন’। বইটি প্রকাশ করেছে ‘এবং শব্দ প্রকাশনী’। প্রকাশক সুমন্ত ভৌমিক। প্রচ্ছদ এঁকেছেন শুভ্রা হালদার।
বইটিতে মোট ১৭টি গল্প রয়েছে। গল্পে উঠে এসেছে যুদ্ধ, রহস্য, প্রেম-ভালোবাসা, রম্য, কবিদের রহস্যময়তা, ঠাট্টা ও আমাদের সমাজের ঘটনাগুলোর কল্পনা ও বাস্তবের মিশেল। তাছাড়া এখানে রয়েছে তার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গল্পের নাম, যেটা তিনি এবারই প্রথম করেছেন।
কলকাতায় বই প্রকাশ সম্পর্কে তুলতুল বলেন, ‘কলকাতা বইমেলায় আমার প্রথম বই প্রকাশিত হয়েছে এটি আমার জন্য অনেক আনন্দের। আমার স্বপ্নগুলোর একটি। সেখানে আমি নিয়মিত লেখালেখিও করে যাচ্ছি। কলকাতার অনেক বন্ধু, পাঠক আমাকে খুব ভালোবাসেন। তাদের আগ্রহে এবং আমার প্রকাশকের অশেষ আন্তরিকতায় আমার বইটি প্রকাশিত হয়েছে। ভারতে অনেক বন্ধু আমার চাঁটগার ভাষার লেখা পড়ে চাঁটগা ভাষার প্রতিও খুব আগ্রহ দেখিয়েছেন। তাদের জন্য কয়েকটি গল্পের নামকরণও করেছি আমার আঞ্চলিক ভাষায়। এটি এবার প্রথম আমি শুরু করেছি।’
‘বইটি উৎসর্গ করেছি ভারতের কবি দিপ মুখোপাধ্যায়কে, যিনি আমার লেখা পড়েন এবং আমাকে অত্যন্ত স্নেহ করেন।’ বলেন তুলতুল।
তুলতুলের মোট বইয়ের সংখ্যা ১৬টি। এটি তার ১৬তম বই।
উল্লেখ্য, কলকাতা বইমেলা শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি, শেষ হবে ১৩ মার্চ।
(ঢাকাটাইমস /০৯মার্চ /এমআইএন/এফএ)
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

স্বপ্নবাজ

ই-বুককে পাঠকের নিকট আকৃষ্ট ও সহজলভ্য করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

কাজী নজরুল ছিলেন মানবজাতির কবি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী

নিজেকে খুঁজি

‘এগিয়ে যাবে বাংলাদেশ’ এক ধারাবাহিক উত্তরণের লেখচিত্র

প্রেম: দান্তে-বিয়াত্রিচে

ঘোর কাটে না গোর অবধি

আনন্দবাদী রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন
