ঝিনাইদহে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২২, ১৫:৪৮
অ- অ+

ঝিনাইদহে কিশোর গ্যাং কর্তৃক চাঞ্চল্যকর কিশোর আবু হুাসাইনকে (১৮) হত্যার ঘটনায় প্রধান আসামি হাবিবুর রহমান জিহাদী (১৯) ও অপর আসামি জিহাদীর ভাই মো. মেহেদী হাসানকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া, কালিকাপুর সড়কের একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।এই নিয়ে র‌্যাব ও পুলিশের হাতে এ ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হলো।

বৃহস্পতিবার দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব- ৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শরিফুল আহসান ঝিনাইদহ র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গত ২ মার্চ রাতে সদর উপজেলার মান্দার বাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে ধাক্কা লাগায় নিহত আবু হুসাইন এর সাথে খুনি জিহাদী ও তার দলবলের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে তার জের ধরে জিহাদী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে আবু হুসাইনসহ তিন জন গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ সকালে আবু হুসাইন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যবরণ করে।

এ ঘটনায় আবু হুসাইনের পিতা ঝিনাইদহ শহরের হামদহ মাঝি পাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম ৪ মার্চ ঝিনাইদহ সদর থানায় জিহাদীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

গ্রেপ্তারকৃত আসামিদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে সাংবাদিক তুহিন সাংবাদিক হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামির দোষ স্বীকার
মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য চালু করল মাল্টিপল এন্ট্রি ভিসা
নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে: সিইসি
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা