ঝিনাইদহে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে কিশোর গ্যাং কর্তৃক চাঞ্চল্যকর কিশোর আবু হুাসাইনকে (১৮) হত্যার ঘটনায় প্রধান আসামি হাবিবুর রহমান জিহাদী (১৯) ও অপর আসামি জিহাদীর ভাই মো. মেহেদী হাসানকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া, কালিকাপুর সড়কের একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।এই নিয়ে র্যাব ও পুলিশের হাতে এ ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব- ৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শরিফুল আহসান ঝিনাইদহ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
গত ২ মার্চ রাতে সদর উপজেলার মান্দার বাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে ধাক্কা লাগায় নিহত আবু হুসাইন এর সাথে খুনি জিহাদী ও তার দলবলের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে তার জের ধরে জিহাদী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে আবু হুসাইনসহ তিন জন গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ সকালে আবু হুসাইন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যবরণ করে।
এ ঘটনায় আবু হুসাইনের পিতা ঝিনাইদহ শহরের হামদহ মাঝি পাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম ৪ মার্চ ঝিনাইদহ সদর থানায় জিহাদীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
গ্রেপ্তারকৃত আসামিদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০মার্চ/এআর)

মন্তব্য করুন