ঝিনাইদহে পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৯:২০ | প্রকাশিত : ১৩ মার্চ ২০২২, ১৯:১৮

ঝিনাইদহে পূর্বশত্রুতার জের ধরে আবন হোসেন (৪২) নামে পৌর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার খাজুরা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার খাজুরা গ্রামের ছালামত মন্ডলের ছেলে আবন হোসেন ওষুধ কেনার উদ্দেশ্যে খাজুরা বটতলা বাজারে মিঠুর ওষুধের দোকানে আসছিলেন। এ সময় আগে থেকেই ওঁত পেতে থাকা একই গ্রামের জাহিদ ও ছোটনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

২০২০ সালের ১০ জুন জাহিদের নেতৃত্বে একদল বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করে। এ নিয়ে ঝিনাইদহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আবন হোসেন গ্রুপের সাথে জাহিদ গ্রুপের সংর্ঘষ বাধে এতে একই গ্রামের আব্দুল বারীর ছেলে ফারুক হোসেন (৩৫) আহত হন। পরে ফারুককে ঢাকায় নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেই হত্যা মামলায় আবন কে প্রধান আসামি করা হয়। ফারুক হত্যার প্রতিশোধ নিতে জাহিদ ও ছোটনের নেতৃত্বে আজ এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, রবিবার দুপুরে ঝিনাইদহ সদরের খাজুরা গ্রামের আবন হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে দুর্বত্তরা। লাশটি মর্গে পাঠানো হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তা্রের চেষ্টা করছি। তিনি আরও বলেন পূর্বশত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :