দৌলতদিয়ায় এক বাঘাইড় ৪৫ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২২, ১৬:৩৪
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে বাহিরচর কর্নেশন এলাকায় পদ্মা জেলে সাইদ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসার রেজাউল শরীফ জানান, পদ্মায় এ বছর বড় বড় মাছধরা পরছে আগের চেয়ে কম। গত বছরও প্রায় প্রতিদিনই জেলেরা রাতে নদীতে হাল ফেলে বড় পাঙ্গাশ, বোয়াল, আইড়, কাতল ও বাঘাইড় মাছ ধরত।

পদ্মায় মাছ কম ও মাছ আশ্রয়স্থল পরিবর্তন কনায় এ বছর মাছ কম ধরা পড়ছে।

জেলে সাইদ হালদার জানান, দৌলতদিয়ার পদ্মা নদীর বাহিরচর কর্নেশন এলাকায় সোমবার রাতে আমি ও আমার সহযোগীরা মাছ ধরতে যাই। সারারাত বসে থাকার পর মঙ্গলবার সকালের দিকে জালে জোরে একটা টান অনুভব করি। এ সময় বুঝতে পারি জালে কোনো বড় মাছ ধরা পড়েছে।

পরে জাল তুলতেই দেখতে পাই বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।

মঙ্গলবার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত রওশন এর মৎস্য আড়তে যাই। সেখানে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী সুমাইয়া মৎস্য আড়তের মালিক মো. সোহেল মোল্লা কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা