তদন্ত কর্মকর্তার অবহেলায় মূল হোতারা আইনের বাইরে: আদালত

রাজধানীর হোসেনি দালানের তাজিয়া মিছিলে জঙ্গি হামলা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিউদ্দিন শেখ মারাত্মক ভুল করেছেন। মামলাটির তদন্তের ক্ষেত্রে হামলাকারীকে শনাক্ত না করে তিনি দায়িত্বে চরম অবহেলা করেছেন। এর ফলে এই হামলার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীরা আইনের বাইরে রয়ে গেছেন।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের দেওয়া মামলাটির রায়ের পর্যবেক্ষণে এই মতামত উঠে এসেছে। মঙ্গলবার দেওয়া রায়ে মামলার ১০ আসামির মধ্যে ২ জনকে সাজা ও ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। আর দুজন শিশু হওয়ায় শিশু আদালতে তাদের বিচার হচ্ছে।
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরনো ঢাকার হোসনি দালানে বোমা হামলা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, তদন্তকারী কর্মকর্তা তদন্তে মারাত্মক ভুল করেছেন। তিনি চরমভাবে দায়িত্বে অবহেলা করেছেন। এর ফলে হোসাইন দালান ইমাম বাড়ার গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী নির্দেশদাতা ও হামলাকারীরা আইনের আওতার বাইরে রয়ে গেছে।
পর্যবেক্ষণে বিচারক বলেন, আসামি কবীর হোসেন ও আরমানে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হোসনি দালানে গ্রেনেড হামলার ঘটনায় চাঁন মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ এবং শাহজালাল মিয়া জড়িত মর্মে কোনো বক্তব্য প্রদান করেনি। কোনো সাক্ষী এ চার আসামির নাম উল্লেখ করেননি। তাদের কাছ থেকে আলামত উদ্ধারের কোনো অভিযোগ নেই। তারা ঘটনার সাথে জড়িত মর্মে সাক্ষ্য উপস্থাপনে প্রসিকিউশনচরমভাবে ব্যর্থ হয়েছে। এই আসামিরা কিভাবে হোসাইন দালানে বোমা হামলায় জড়িত তার ব্যাখা তদন্তকারী পুলিশ প্রতিবেদনে উল্লেখ করেননি।
আরও বলা হয়েছে, শুধুমাত্র আসামির সংখ্যা বাড়ানোর জন্যই অযথা তদন্তকারী কর্মকর্তা শফিউদ্দিন শেখ কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই আসামি চাঁন মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসান উল্লাহ এবং শাহজালাল মিয়াকেএই চারজনকে এ মামলায় বিচারের জন্য সোপর্দ করেন। কাজেই তারা হামলায় অংশগ্রহণ করেছে বা সহায়তা করার অভিযোগ প্রমাণ করতে প্রসিকিউশন চরমভাবে ব্যর্থ হয়েছে।
বিচারক বলেন, পূর্ণ তদন্ত না করে মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা আলবানী ও নোমান এবং হোসনি দালানে হামলাকারী হিরনকে মামলায় আসামি হিসেবে অর্ন্তভূক্ত করেননি। এর ফলে হোসনি দালানে বোমা হামলার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও হামলাকারীরা আইনের আওতার বাইরে রয়ে গেছে।
(ঢাকাটাইমস/১৫মার্চ/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

আদালতকে পুলিশ কর্মকর্তার ফোন, ক্ষুব্ধ হাইকোর্ট

বঙ্গবন্ধু মেডিকেলের পরিবেশ নিয়ে হাইকোর্টের উষ্মা

টিপু-প্রীতি হত্যা মামলায় ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র

ড. ইউনূসের ১১শ কোটি টাকার কর ফাঁকির মামলা আপাতত শুনবেন না হাইকোর্ট

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, চেম্বার আদালতে মামলা

নাইমা সুলতানার ডিজিটাল আইনের মামলায় বাবুল আকতারের জামিন

দুই মাসের জন্য পাসপোর্ট পেলেন সম্রাট, চিকিৎসার জন্য যেতে পারবেন বিদেশ

তারেক-জোবায়দার মামলার শুনানি: দ্বিতীয় দিনেও হট্টগোল আইনজীবীদের

ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত, ‘দানকর’ দিতে হবে ১২ কোটি
