অগ্রণী ব্যাংকের পক্ষে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২২, ১৬:৪৭
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে অগ্রণী ব্যাংক। এ দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বর এ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অগ্রণী ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপকরাসহ অফিসার সমিতি এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দরা।

তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে জাতির পিতার দেওয়া নাম অগ্রণী ব্যাংককে সবার অগ্রে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরে বিকেলে ওয়েবিনারের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক চেয়ারম্যান ড. জায়েদ বখত। বিশেষ অতিথি ছিলেন পরিচালকবৃন্দ। অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা বৃন্দ।

এছাড়া বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কর্মসূচীর অংশ হিসেবে মিলাদ মাহফিল, ব্যাংক ভবন আলোকসজ্জা করন ও সারাদেশে সার্কেল, অঞ্চল এবং শাখা পর্যায়েও বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়।–বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৭মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা