৬ কোটি ১০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা ছাড়াও করোনাকালে যুক্তরাষ্ট্রের দেওয়া চিকিৎসা সরঞ্জাম এবং কারিগরী সহায়তার কথাও জানিয়েছেন মন্ত্রী।
সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। এসময় তার সঙ্গে সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড উপস্থিত ছিলেন।
জাহিদ মালেক বলেন, ‘আমরা ২২ কোটি ডোজ টিকা মানুষকে দিয়েছি। এর মধ্যে ৬ কোটি ১০ লাখ ডোজ ফাইজার এবং মডার্নার টিকা যুক্তরাষ্ট্র আমাদের উপহার হিসেবে দিয়েছে।’
‘এছাড়া তারা ১৮টি ফ্রিজিং ভ্যান দিয়েছেন, প্রায় ৯০ মিলিয়ন ডলারের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন। প্রশিক্ষণে সহযোগিতা করেছেন। আমরা আশা করি, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে।’
মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক আরো সম্প্রসারণ করতে চায় আমেরিকা। বাংলাদেশ টিকাদান কার্যক্রমে বেশ অগ্রগতি দেখিয়েছে। বাংলাদেশের অনেক মানুষ এরইমধ্যে করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। যারা বুস্টার ডোজ নিয়েছেন এমন কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’
নুল্যান্ড আরও বলেন, ‘এখানে শিশুরা টিকা পেয়েছে, গ্রামের মানুষ টিকা পেয়েছে, অনেকেই বুস্টার ডোজ পেয়েছে। এটা সহজ ছিল না, বাংলাদেশ কাজটি করে দেখিয়েছে।’
এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অধিদপ্তরের ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক।
(ঢাকাটাইমস/২১মার্চ/আরকেএইচ/ডিএম)

মন্তব্য করুন