নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তার ২৩ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২২, ২০:৫২
অ- অ+

নোয়াখালীতে দুদকের পিটিশন মামলায় নূর মোহাম্মদ বাসার নামে এক ব্যাংক কর্মকর্তাকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ওই কর্মকর্তাকে ২২ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।

সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ বাসার লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরলরেঞ্চ এলাকার সুজা মিয়ার ছেলে। তিনি ইসলামী ব্যাংক লিমিটেড লক্ষ্মীপুরের রায়পুর শাখার এসবিআইএস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

দুদুক নোয়াখালী সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ বাসার ইসলামী ব্যাংক রায়পুর শাখা থাকার সময় মিজানুর রহমান সিদ্দিক নামে এক গ্রাহকের কাছ থেকে নয়টি তার লোন হিসেবে ২২ লাখ ৫০ হাজার টাকা জমা দেবে বলে নগদে গ্রহণ করেন। পরে ওই টাকা ব্যাংকের হিসাবে জমা দেওয়ার ভুয়া জাম স্লিপে নিজে স্বাক্ষর করে সব টাকা আত্মসাৎ করেন। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা করেন ভুক্তভোগী। পরবর্তীতে মামলটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়।

আদালতে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি আবুল কাশেম।

দুদকের পিপি আবুল কাশেম জানান, আসামির উপস্থিতিতে শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২৩ বছরের কারাদণ্ড ও ২২ লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা