মাদরাসায়ও ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান চলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২২, ১৯:০৫
অ- অ+

রমজানে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পাশাপাশি দেশের মাদরাসা ও কারিগরি সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ২৬ এপ্রিল পর্যন্ত এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান অব্যাহত রাখতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সোমবারের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। মঙ্গলবার প্রজ্ঞাপনের বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন পাঠদান কার‌্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার‌্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন কারিগরি ও মাদরাসা ২৬এপ্রিল পর‌্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।

এরআগে আলাদা প্রজ্ঞাপনে রমজান মাসে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান করার নির্দেশনা দেয়া হয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চালু রাখার বিষয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। সেই হিসাবে ২২ অথবা ২৩ রমজান পর্যন্ত স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রম চলবে।

এরআগে গত ১৯মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ রমজান পর্যন্ত পাঠদান চলবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/২৯মার্চ/বিইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা