‘মা’কে নিয়ে নয়ন ওঝার কবিতা

মা
মা গো
মা গো মা
মা তুমি আমার মা
মা তুমি লক্ষী সোনা মা
মা মাগো তুমি ছাড়া এ ধরনী
মা আমার কভু দেখা হতো নারে মা
মা তুমি দিয়েছ মোরে তোমার গর্ভে স্থান
মা শত কষ্ট সহ্য করে, রক্ত মাংস সবই খেয়ে
মা ভূমিষ্ঠ হয়েছি সুন্দর ভূমন্ডলে তোমার কোলে
মা তোমার বুকের সুধা, মাগো করেছো আমায় দান
মা তাতে ভরেছে মম উদর, মা বেঁচেছে আমার জীবন প্রান
মা তুমি মোর তরে আহার নিদ্রা ত্যাগ করে জীবন করেছো ফালা
মা মাগো তোমার কোলে আহার নিদ্রা মল মূত্র ত্যাগ করছি
মা তবু তুমি কখনো করোনি আমার প্রতি রাগ অবহেলা
মা সত্যি বলছি হ্যা তুমি আমার জীবনে সুখের ভ্যালা
মা ক্ষমা করো মাতা জানি দিছি তোমায় কত জ্বালা
মা তুমি ই আমি ঠিক সত্যি টা হয়েছে মোর জানা
মা তুমি আমার জীবনে লক্ষী সোনা চাঁদের কনা
মা ঈশ্বরের দেয়া আমার সবচেয়ে দামি পাওয়া
মা তুমি মম জীবন গল্পের ক্রেন্দ্রীয় টানিকা
মা তুমি আমার স্বর্গ রাজ্যের রাজমাতা
মা তুমি মোর জীবনের সেরা ব্যক্তিত্ব
মা তুমি মোর জন্য হয়েছো রক্তাক্ত
মা আমি তার জন্য অশ্রু শিক্ত
মা আমি তোমা চরনের ভক্ত
মা তুমি আমার হৃদপিন্ড
মা তুমি মোর অস্তিত্ব
মা তুমি মোর প্রান
মা তুমি মম চক্ষু
মা তুমি দৃষ্টি
মা সৃষ্টি
মা
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এএইচ)
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

বৈরাগ্য

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ধ্রুব এষসহ ১৫ কবি-লেখক-গবেষক

তাজ ইসলামের কবিতা

বইমেলা শুরু হবে ফেব্রুয়ারির প্রথম দিনেই, থাকছে আঙ্গিকগত পরিবর্তন

বইমেলায় স্টল বরাদ্দ পাচ্ছে না আদর্শ, জানিয়ে দিল বাংলা একাডেমি

পূর্ব-পশ্চিম সাহিত্য সম্মাননা পেলেন ৭ কবি-সাহিত্যিক

উপপাদ্য

লাখ লাখ টাকা খরচ করে হাসপাতাল থেকে পঙ্গুত্ব কিনে বাড়ি ফিরলাম: তসলিমা নাসরিন

কথাসাহিত্যিক জুলফিয়া ইসলামের বই নিয়ে আলোচনা অনুষ্ঠান
