অনুমোদনের ৪ দিনের মাথায় স্থগিত সাতক্ষীরা সদর ছাত্রলীগের কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মে ২০২২, ১০:৫৯ | প্রকাশিত : ০১ মে ২০২২, ১০:৪৭
স্থগিত কমিটির সভাপতি রাজিব ইমরান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক হাছানুর জামান (ডানে)

সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির কার্যক্রম অনুমোদনের চারদিনের মাথায় স্থগিত করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রবিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা সদর উপজেণা শাখার সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ ওঠার পর স্থগিত করা হলো সদ্য অনুমোদন পাওয়া কমিটি।

গত ২৮ এপ্রিল অনুমোদন পায় ছাত্রলীগের সাতক্ষীরা সদর উপজেলা শাখার আংশিক কমিটি। তথ্যটি প্রকাশ পায় শুক্রবার। প্রকাশ হওয়ার পরই কমিটির সভাপতি রাজিব ইমরান ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে।

বলাবলি হচ্ছে, টাকার জোরে পদ বাগিয়েছেন জেলা সাধারণ সম্পাদক ‘সুমন হোসেনের ম্যান’ বলে পরিচিত এই দুই নেতা।

কমিটির সভাপতি রাজিব ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে শনিবার ঢাকাটাইমসে '১৭ লাখ ঢেলে সাতক্ষীরায় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক!' শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়৷

(ঢাকাটাইমস/০১মে/এফএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :