চুয়াডাঙ্গায় ভুয়া চক্ষু ডাক্তারকে জরিমানা, ক্লিনিক বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০২২, ১৬:০৯

চুয়াডাঙ্গায় অবৈধভাবে চোখের চিকিৎসা দেওয়ার অভিযোগে সামসুর রহমান নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ও তার চক্ষু চিকিৎসার ক্লিনিক সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়ায় অবস্থিত চক্ষু সেবা কেন্দ্রে অভিযান চালায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। সেখানে গিয়ে দেখা যায় ভারত থেকে প্রাপ্ত কথিত অল্টারনেটিভ মেডিসিন ডিগ্রিধারী সামসুর রহমান রোগীদের জটিল চোখের রোগের চিকিৎসা করছেন। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নিজের নামের পূর্বে ব্যবহার করে আসছেন ডাক্তার পদবি। চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তা ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে ব্যর্থ হন সামসুর রহমান। পরে দোষ স্বীকার করলে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা সেই সঙ্গে উক্ত প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্ত সামসুর রহমান বছর পাঁচেক আগে একবার ভ্রাম্যমাণ আদালতে একই অপরাধে দণ্ডিত হয়ে জেল হাজতে গিয়েছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারেক জুনায়েত।

নিরাপত্তার দ্বায়িত্ব ছিলো সদর থানা পুলিশের একটি টিম।

(ঢাকাটাইমস/১২মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :