কী আছে তাজমহলের ২২ ‘গোপন’ কুঠুরিতে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২২, ১০:০০| আপডেট : ১৮ মে ২০২২, ১১:১৫
অ- অ+

তাজমহলের নিচের ‘২২টি তালাবদ্ধ’ কুঠুরির ছবি প্রকাশ করা হয়েছে। হিন্দুত্ববাদীরা কুঠুরিগুলো খোলার আবেদন জানিয়ে আদালতের শরণাপন্ন হলে আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) সোমবার সেই কুঠুরিগুলোর ছবি প্রকাশ করে।

এএসআই কর্মকর্তারা জানিয়েছেন, ওই কুঠুরিগুলোকে হিন্দুরা ‘গোপন’ বললেও এতে কোনো গোপনীয়তা নেই। বরং এগুলো মূল কাঠামোর অংশমাত্র।

ভারতীয় কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব বিষয়ক সংস্থাটি আরও বলেছে, শুধু তাজমহল নয়, অনেক যুগের স্থাপত্যেই এমন কুঠুরি রয়েছে। উদাহরণ হিসেবে দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কথা উল্লেখ করেন তারা।

তাজমহল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এএসআইয়ের ‘আগরা সেল’ জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যমুনা নদীখাত লাগোয়া ওই ভূগর্ভস্থ ঘরগুলোতে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল। সে সময়ই ছবিগুলো তোলা হয়। প্রকাশিত চারটি ছবি গত ডিসেম্বরে তোলা হয়েছিল।

হিন্দুত্ববাদী সংগঠনগুলো দাবি করছে, তাজমহল আসলে ‘তেজো মহালয়’ নামে একটি শিব মন্দির। বিজেপির অযোধ্যা জেলার মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ এএসআইয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবিতে ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে মামলা দায়ের করেছিলেন। পাশাপাশি তাজমহলের অন্দরে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ওই ২২টি ঘর খোলারও দাবি জানান তিনি। গত ১২ মে সেই আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

(ঢাকাটাইমস/১৮মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা