সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৭:১১
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মোস্তফা কুমিল্লার কোতোয়ালী সদর দক্ষিণের সুবর্ণপুর এলাকার আব্দুল লতিফ প্রকাশ আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. আমির উদ্দিন বলেন, একটি মোটর সাইকেলের পিছনে বসে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন মোস্তফা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রয়েল গেট এলাকার ইউটার্নে ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় মোটর সাইকেল নিয়ে চালক পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরিচয় শনাক্তের পর নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৯মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা