বিএনপি থেকে ‘আজীবন’ বহিষ্কার কুমিল্লার সাক্কু

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ২০:৪২| আপডেট : ১৯ মে ২০২২, ২০:৪৮
অ- অ+

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় মনিরুল হক সাক্কুকে বহিষ্কার করেছে বিএনপি। একই নির্বাচনে প্রার্থী হওয়া জেলা কমিটির সভাপতি নিজাম উদ্দিন কায়সারকেও আজীবন বহিষ্কার করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

দলীয় শৃঙ্খলা বহির্ভুত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণ দেখিয়ে বৃহস্পতিবার আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্কুকে বিএনপি ও কায়সারকে স্বেচ্ছাসেবক দল থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি দলের নেতা-কর্মীদের সাক্কুর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতেও বলেছে বিএনপি।

কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু। তিনি কুমিল্লা সদর দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কুমিল্লা সিটির দুই বারের মেয়র সাক্কু এবারও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কায়সার সংগঠনটির কুমিল্লা জেলা শাখার সভাপতি ছিলেন। তিনিও সাক্কুর মতো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

সাক্কুকে বহিষ্কারের সিদ্ধান্তটি জানানো হয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কায়সারকে বহিষ্কারের কথা জানানো হয়।

(ঢাকাটাইমস/১৯মে/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা