গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ২১:৩১| আপডেট : ১৯ মে ২০২২, ২১:৪৬
অ- অ+

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আব্দুল গাফ্ফার চৌধুরী ছিলেন আমাদের প্রগতিশীল চিন্তা-চেতনার বাতিঘর। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমৃত্যু তিনি তাঁর লেখনি ও বক্তব্যের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, অসাম্প্রদায়িকতা ও প্রগতিশীলতার পক্ষে আমাদের উদ্বুদ্ধ করেছেন। শাহরিয়ার আলম বলেন, গাফফার চৌধুরীর লেখা “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান যুগ যুগ ধরে বাঙালির হৃদয় আলোড়িত করবে। তার মৃত্যুতে বাঙালি জাতি একজন অসাধারণ প্রজ্ঞাবান ব্যক্তিত্বকে হারালো।

আব্দুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রতিমন্ত্রী এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/১৯মে/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জের ঘৃণ্য-বর্বর হামলার বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
গোপালগঞ্জে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা, সড়ক অবরোধ, গোলাগুলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা